বরদাকান্ত মুখোপাধ্যায়, রেভারেন্ড (১৮৭৩ – ?) গুস্তিয়া-চব্বিশ পরগনা। হেমচন্দ্ৰ। কলিকাতার মেট্রোপলিটান ইনস্টিটিউশন থেকে বি.এ. পাশ করেন। শিক্ষকতা করেছেন দিল্লীর সেন্ট স্টিফেন্স কলেজে, ইন্দোরের সিএম. কলেজে ও কানপুরের ক্রাইস্ট চার্চ কলেজে। এ ছাড়া বোম্বাই, করাচী এবং উত্তর-পশ্চিম প্রদেশে বিভিন্ন এন্ট্রান্স স্কুলে প্ৰধানশিক্ষক হিসাবে কাজ করেন। ১৯০৬ খ্রী. খ্ৰীষ্টধর্মের পৌরোহিত্য-কার্যে দীক্ষা নিয়ে বোম্বাইয়ের হিন্দুস্থানী মিশনের ভারপ্রাপ্ত হন। কানপুরের এস.পি.জি. স্কুলের ম্যানেজার ছিলেন। ‘ভারতী’তে ‘জৈন ধর্মের ইতিহাস’ প্ৰবন্ধ লিখেছিলেন। ‘হিতবাদী’র নিয়মিত লেখক ছিলেন। বাংলা, ইংরেজী ছাড়া সংস্কৃত, ল্যাটিন, গ্ৰীক, উর্দু, অসমীয়া ভাল জানতেন। আজমগড় জেলায় প্লেগের মহামারীর সময় ১৯০৯ খ্রী. থেকে ১৯১৩ খ্রী. তিনি ঐ অঞ্চলে প্লেগ রোগীদের বিনামূল্যে ঔষধ এবং প্রয়োজনমত পথ্যের ব্যবস্থা করে পরিচর্যা করেছেন।
পূর্ববর্তী:
« বরদা পাইন
« বরদা পাইন
পরবর্তী:
বরদাকান্ত লাহিড়ী »
বরদাকান্ত লাহিড়ী »
Leave a Reply