বনলতা দাশগুপ্ত, নীনা (১৯১৫ – ১-৭-১৯৩৬) বিদগাঁও—ঢাকা। হেমচন্দ্র। ডায়োসেসান স্কুল ও কলেজে শিক্ষাপ্রাপ্ত। স্কুলে পড়বার সময়ই ছাত্রীদের বিলাতী বস্ত্ৰ ব্যবহার করতে নিষেধ করতেন। সাইকেল ও মোটর চালাতে পারতেন। ১৯৩৩ খ্রী. বেঙ্গল ফ্লাইং ক্লাবে এরোপ্লেন চালনা শিখতে যান। কলেজের হস্টেলে থাকা কালে ১৯৩৩ খ্রী. ঘটনাচক্রে কয়েকটি পিস্তল রাখার অভিযোগে তিন বছর ডেটিনিউরূপে হিজলী ও প্রেসিডেন্সী জেলে বন্দী থাকেন। সেখানে রোগে আক্রান্ত হয়ে মেডিক্যাল কলেজে মারা যান।
পূর্ববর্তী:
« বনবিহারী মুখোপাধ্যায়, ডাঃ
« বনবিহারী মুখোপাধ্যায়, ডাঃ
পরবর্তী:
বনলতা দেবী »
বনলতা দেবী »
Leave a Reply