বদন অধিকারী। ১৮শ শতকের শেষার্ধ থেকে ১৯শ শতকের ষষ্ঠ দশক পর্যন্ত জীবিত ছিলেন। যাত্রা পালাকার। হাওড়ার শালিখায় বাস করতেন। প্ৰেমচান্দ যাত্রাওয়ালার দলে ‘ছোকরা’ হিসাবে জীবন শুরু। পরে নিজেই দল গঠন করে প্রতিষ্ঠালাভ করেন। সুকণ্ঠ গায়ক হিসাবে খ্যাতি ছিল। স্বয়ং বৃন্দে দূতীর ভূমিকা গ্ৰহণ করতেন। শিষ্য গোবিন্দ অধিকারীর সঙ্গে যুক্ত হয়ে বহুদিন বঙ্গদেশের বহু আসরে সঙ্গতবহুল ‘কৃষ্ণযাত্ৰা’ পরিবেশন করেছেন। তিনি তাঁর গুরু শ্ৰীদাম সুবল প্রবর্তিত জুড়ি-প্ৰথা তাঁর দলে প্রচলিত রেখেছিলেন এবং ‘তুক্কো’ গানকে কিছুটা মার্জিত ও উন্নত রস দিয়ে আসরে গাইতেন। তাঁর লেখা কোনও পালা পাওয়া যায়নি, তবে তাঁর রচিত ১১ টি সঙ্গীত ‘বাঙ্গালীর গান’ গ্রন্থে সন্নিবেশিত হয়েছে।
পূর্ববর্তী:
« বড় পীর সাহেব
« বড় পীর সাহেব
পরবর্তী:
বদর আলম »
বদর আলম »
Leave a Reply