বটুবিহারী বন্দ্যোপাধ্যায়। ১৯শ শতাব্দীর একজন নাট্যকার। জোড়াসাঁকো নাট্যশালার কর্তৃপক্ষগণ হিন্দু মহিলাদের দুরবস্থা-বিষয়ে রচিত নাটকের শ্রেষ্ঠ নাট্যকারকে ২ শত টাকা পুরস্কার দেবেন। এই কথা ঘোষণা করলে ‘হিন্দু মহিলা নাটক’-এই একই নাম দিয়ে তিনি এবং বিপিনমোহন সেন দুখানি নাটক রচনা করেন। বিচারে বিপিনমোহনের রচনাই শ্রেষ্ঠ প্ৰমাণিত হয়। দুটি নাটকই ১৮৬৯ খ্রী. প্রকাশিত হয়।
পূর্ববর্তী:
« বটুকেশ্বর দত্ত
« বটুকেশ্বর দত্ত
পরবর্তী:
বড় পীর সাহেব »
বড় পীর সাহেব »
Leave a Reply