বটুকেশ্বর দত্ত (১৯০৮ – ১৯-৭-১৯৬৫)। পৈতৃক নিবাস ওয়াড়ী-বর্ধমান। গোষ্ঠবিহারী। ১৯২৫ খ্রী. কানপুর থেকে ম্যাট্রিক পাশ করে ১৯২৬ খ্রী. কলিকাতায় দরজীর কাজ শেখেন। এই সময়েই ভগৎ সিং ও চন্দ্ৰশেখর আজাদের সঙ্গে বিপ্লবী দলে যোগ দিয়ে দল সংঠগনে প্ৰথমে আগ্ৰায়, পরে পাঞ্জাব ও অন্যান্য অঞ্চলে যান। তাদের সংগঠনের নাম ছিল ‘হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান আমি’। এই দল রাশিয়ার বিপ্লবে এবং কলিকাতা, কানপুর ও বোম্বাইয়ের শ্রমিক ধর্মঘটে অনুপ্রাণিত হয়। দলের প্রথম কাজ ভগৎ সিং কর্তৃক প্ৰকাশ্য দিবালোকে সন্ডার্স নিধন (১৭-১২-১৯২৮)। বটুকেশ্বর ও ভগৎ সিং রাজ্য-শাসন-ব্যবস্থার প্রতিবাদ জ্ঞাপনের জন্য দিল্লীর পার্লামেন্ট ভবনের গ্যালারী থেকে দুইটি বোমা ছোড়েন ও কিছু প্রচারপত্র ছড়িয়ে দেন (৮-৪-১৯২৯) এবং ভারতবর্ষে সর্বপ্ৰথমে ‘ইনক্লাব জিন্দাবাদ’ ও ‘সাম্রাজ্যবাদ নিপাত যাক’ ধ্বনি তুলে শান্তভাবে আত্মসমপণ করেন। পাঞ্জাবে তাদের বিচারের নামে এক প্ৰহসন চলে এবং বিস্ফোরক আইন ভঙ্গ ও হত্যাপ্রচেষ্টার দায়ে উভয়ে দ্বীপান্তর দণ্ডে দণ্ডিত হন। ১৯৩৮ খ্রী তিনি মুক্তি পান, কিন্তু বাঙলা, পাঞ্জাব ও উত্তর প্রদেশে তাঁর প্রবেশ নিষিদ্ধ হয়। ১৯৪২ খ্রী. পুনরায় গ্রেপ্তার হয়ে ১৯৪৫ খ্রী. পর্যন্ত দাদার গৃহে অন্তরীণ থাকেন। স্বাধীনতালাভের পর পাটনায় বসবাস করেন এবং ১৯৪৭ খ্রী. বিবাহ করে সংসারী হন। জীবিকার জন্য শেষ-জীবনে ট্রান্সপোর্ট ব্যবসায় শুরু করেন।
পূর্ববর্তী:
« বটকৃষ্ণ রায়
« বটকৃষ্ণ রায়
পরবর্তী:
বটুবিহারী বন্দ্যোপাধ্যায় »
বটুবিহারী বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply