বটকৃষ্ণ পাল (১৮৩৫ – ১২-৬-১৯১৪) শিবপুর-হাওড়া। বিখ্যাত ঔষধ-ব্যবসায়ী। ১২ বছর বয়সে কলিকাতায় মাতুলের মসলার দোকানে কাজ শিখতে ঢোকেন। পরে কিছুদিন পাটের ব্যবসায় করে ১৮৫৬ খ্রী. খেংরাপট্টিতে একটি মসলার দোকান খুলে স্বাধীনভাবে ব্যবসায় শুরু করেন। অর্থাভাব ঘটায় মাধবচন্দ্ৰ দাকে তিনি অংশীদার করে নেন। ক্রমে এই দোকানেই কিছু বিলাতী ঔষধ রেখে বিক্রয় শুরু করেন এবং পরবর্তী কালে সর্বশ্রেষ্ঠ ঔষধ-ব্যবসায়িরাপে পরগণিত হন। তাঁর স্থাপিত ব্যবসায়-প্রতিষ্ঠান ‘বি. কে. পাল অ্যান্ড কোং’ একসময়ে দেশী ফর্মুলায় ঔষধ তৈয়ারী ও বিক্রয় আরম্ভ করে। এ প্রচেষ্টা আচাৰ্য প্ৰফুল্লচন্দ্রের ‘বেঙ্গল কেমিক্যাল কোং’ স্থাপনেরও পূর্বে। দয়ালু ও দাতা হিসাবেও পরিচিত ছিলেন। নিজ জন্মস্থান শিবপুরে একটি উচ্চ ইংরেজী বিদ্যালয় এবং বেনিয়াটোলায় বালক ও বালিকাদের জন্য দুটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন। কাশীতে মৃত্যু।
পূর্ববর্তী:
« বটকৃষ্ণ ঘোষ
« বটকৃষ্ণ ঘোষ
পরবর্তী:
বটকৃষ্ণ রায় »
বটকৃষ্ণ রায় »
Leave a Reply