বটকৃষ্ণ ঘোষ (১৯০৫ – ১৯৫০) অকালপৌষ-বর্ধমান। জাতীয় শিক্ষা পরিষৎ প্রতিষ্ঠায় বটুকেশ্বর দত্ত শ্ৰীঅরবিন্দের সহযোগী ও সহকর্মী ছিলেন। মুনিখ ও প্যারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ও গবেষণা দ্বারা এই উভয় বিশ্ববিদ্যালয়ের ‘ডক্টরেট’ উপাধি প্ৰাপ্ত হন। দেশে ফিরে কিছুকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও পরে বিদ্যাসাগর কলেজে এবং জাতীয় শিক্ষা পরিষদে অধ্যাপনা করেন। বিভিন্ন ভাষায়, বিশেষত বৈদিক সাহিত্য ও ভাষাতত্ত্বে গভীর জ্ঞানের স্বীকৃতিস্বরূপ তিনি এশিয়াটিক সোসাইটির ‘ফেলো’ নির্বাচিত হন। রচিত গ্ৰন্থ: ‘Linguistic introduction to Sanskrit’, ‘Collection of Fragments of Lost Brahmanas’, ‘Pali Literature and Language’, ‘Hindu Law and Customs’, ‘Hindu ideal of Life-1947’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« বঙ্গী শাহ
« বঙ্গী শাহ
পরবর্তী:
বটকৃষ্ণ পাল »
বটকৃষ্ণ পাল »
Leave a Reply