বঙ্গচন্দ্র রায় (৮-৮-১৮৩৯ – ২-১০-১৯২২) পাঁচগা-ঢাকা। রামগতি। ব্ৰহ্মানন্দ কেশবচন্দ্রের শ্রেষ্ঠ প্রচারকগণের অন্যতম। ১৮৬৫ খ্রী. ঢাকা ব্ৰাহ্মবিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্মপ্রাণ অঘোরনাথ গুপ্তের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ঢাকা পগোজ স্কুলে শিক্ষকতা গ্ৰহণ করেন ও ছাত্রদের নিয়ে ধর্মচৰ্চায় মন দেন। পরে তিনি চাকরি ত্যাগ করে ব্ৰহ্মোপাসনা, প্রচার ও সমাজসেবায় আত্মনিয়োগ করেন। ১৮৬৯ খ্রী. কেশবচন্দ্ৰ ‘পূর্ববঙ্গ ব্ৰাহ্মমন্দির’ প্রতিষ্ঠা করে তাঁর কর্মপরিচালনা ও উপাসনার ভার সম্পূর্ণই তাঁর উপর অৰ্পণ করেছিলেন। তাদের প্রচারক দল ‘দাস মণ্ডলী’ নামে পরিচিত ছিল। ‘শুভ সাধিনী নামে এক পয়সা দামের সংবাদপত্র ও ধর্মবিষয়ক পত্রিকা ‘বঙ্গবন্ধু’ এবং ‘The East’ নামে একটি ইংরেজী পত্র প্রকাশ করেন।
পূর্ববর্তী:
« বঙ্কিমবিহারী পাল
« বঙ্কিমবিহারী পাল
পরবর্তী:
বঙ্গী শাহ »
বঙ্গী শাহ »
Leave a Reply