বঙ্কিম মুখোপাধ্যায় (মে ১৮৯৭ – ১৫-১১-১৯৬১) বেলুড়-হাওড়া। যোগেন্দ্রনাথ। হিন্দু স্কুল ও প্রেসিডেন্সী কলেজের ছাত্র ছিলেন। এমএস-সি পড়ার সময় (১৯১৯!)। তিনি উত্তর প্রদেশের এটোয়ায় শিক্ষকতা গ্রহণ করেন। এখানে তাঁর আবাল্য বন্ধু ও সহকর্মী শিক্ষক রাধারমণ মিত্রও ছিলেন। ১৯২১ খ্রী. উভয়ে অসহযোগ আন্দোলনে সক্রিয় অংশ গ্ৰহণ করায় উত্তর প্রদেশের জেলে আবদ্ধ থাকেন। মতিলাল নেহরুর নির্দেশে তিনি বাঙলায় ফিরে আসেন এবং নবগঠিত কংগ্রেস স্বরাজ্য পার্টির বক্তা হিসাবে কাজ করতে থাকেন। বিপ্লবী ড. ভূপেন্দ্রনাথ দত্তের সংস্পর্শে এসে তিনি ক্ৰমে শ্রমিক ও কৃষক আন্দোলনের সঙ্গে জড়িত হয়ে পড়েন। ১৯২৭ খ্রী তিনি চেঙ্গাইল জুট ওয়ার্কার্স ধর্মঘট পরিচালনা করেন। কলিকাতা বড়বাজারের গাড়োয়ান ধর্মঘটে (১৯২৮–২৯) এবং ১৯৩০ খ্রী আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করায় তাকে কারাবরণ করতে হয়। ১৯৩৬ খ্রী. ‘কমিউনিজম’ মতবাদে বিশ্বাসী হয়ে কমিউনিস্ট দলে যোগ দেন। সর্বভারতীয় কিষাণ সভার (১৯৩৬) তিনি প্রতিষ্ঠাতা এবং ১৯২৭ খ্রী. থেকে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের স্তম্ভম্বরূপ ছিলেন। ১৯৩৬ খ্রী. আসানসোল লেবার কনস্টিটিউয়েন্সি থেকে তিনি বঙ্গীয় বিধান পরিষদের সভ্য নির্বাচিত হন। তিনিই ভারতের প্রথম নির্বাচিত কমিউনিস্ট সদস্য। স্বাধীনতা লাভের পর তিনি কমিউনিস্ট হিসাবে কংগ্রেসের বিরোধিতা করেন। ১৯৪৮–৪৯ খ্রী. তাকে আত্মগোপন করে থাকতে হয়। ১৯৫২ খ্রী. কংগ্রেস-প্রার্থীকে পরাজিত করে তিনি বজবজ থেকে পশ্চিমবঙ্গ বিধান সভায় নির্বাচিত হন। ১৯৫৭ খ্রী. নির্বাচনেও তিনি জয়ী হয়েছিলেন। ১৯৫৯ খ্রী খাদ্য আন্দোলনে তিনি শেষবারের মত কারাবরণ করেন। বহুখ্যাত পরিষদীয় বক্তারূপে সর্বজন শ্রদ্ধেয় ছিলেন। সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সহকারী সম্পাদিকা মহারাষ্ট্রর শাস্তা ভেলেরাও ওঁর স্ত্রী।
পূর্ববর্তী:
« বগলাপ্রসন্ন গুহ
« বগলাপ্রসন্ন গুহ
পরবর্তী:
বঙ্কিম মুখোপাধ্যায়, ডাঃ »
বঙ্কিম মুখোপাধ্যায়, ডাঃ »
Leave a Reply