বঙ্কিমবিহারী দাস (১৯০০ – ১৯৮০) মুণ্ডপাড়া—মেদিনীপুর। রাজেন্দ্রনারায়ণ। স্বাধীনতাসংগ্ৰামী ও দেশসেবক। কাঁথির নারী জাগরণে তথা পল্লী জাগরণে তাঁর কর্মপ্ৰচেষ্টা বিশেষ উল্লেখযোগ্য। স্ত্রী কোকিলাবালাও তাঁর সবরকম কাজে সহযোগী থেকে কারাবরণ করেছেন। বঙ্গবাসী কলেজ থেকে বি.এ. পাশ করে কৃষিবিদ্যা শেখেন। হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে দীন-দরিদ্রের সেবা করতেন। ক্রমে গান্ধীজীর আহ্বানে স্বাধীনতা সংগ্রামে সক্রিয় হন। দেশ স্বাধীন হবার পর আয়ুৰ্বেদীয় চিকিৎসার গবেষণায় নিযুক্ত থেকে আর্তসেবা করেন। রচিত গ্ৰন্থ : ‘পল্লী স্বাধীনতা’, ‘বীর চুটকি’, ‘ফুটলো কুঁড়ি’।
পূর্ববর্তী:
« বঙ্কিমচন্দ্ৰ সেন
« বঙ্কিমচন্দ্ৰ সেন
পরবর্তী:
বঙ্কিমবিহারী পাল »
বঙ্কিমবিহারী পাল »
Leave a Reply