বঙ্কিমচন্দ্ৰ সেন (১৮৯২ – ৯-৬-১৯৬৮) ঘারিন্দা-ময়মনসিংহ। জগৎচন্দ্ৰ। কলিকাতায় এসে। ১৯১৭ খ্ৰী ‘বেঙ্গলী পত্রিকা’র প্রফ-রীডার হন ও পরে ঐ পত্রিকাতেই তাঁর সাংবাদিক জীবনের হাতে খড়ি। ‘আনন্দবাজার পত্রিকা’র সম্পাদক বাল্যসঙ্গী সত্যেন্দ্ৰনাথ মজুমদারের অনুরোধে ১৯২৬ খ্রী. ‘আনন্দবাজারে’ যোগ দেন। ১৯৩০ খ্রী. এই পত্রিকার সম্পাদক গ্রেপ্তার হলে তিনি কিছুদিন অস্থায়ী সম্পাদক ছিলেন। ১৯৩৩ খ্রী. ‘দেশ’ সাপ্তাহিক পত্রিকার প্রকাশ শুরু হলে তার সম্পাদক হন। এই সময় তিনি একসঙ্গে আনন্দবাজারের সম্পাদকীয় বিভাগের কাজ এবং ‘দেশ’ পত্রিকা সম্পাদনা করতেন। ১৯৪২ খ্রী. আইন অমান্য আন্দোলনের সমর্থনে প্ৰবন্ধ লেখার জন্য গ্রেপ্তার হন। ১৯৪৪ খ্রী. থেকে ভগবৎ-সাধনায় অনুরাগী হয়ে বিভিন্ন স্থানে বৈষ্ণবশাস্ত্র ও ধর্মবিষয়ে বক্তৃতা দিতেন। বৈষ্ণব ধর্মের উপর কয়েকটি গ্রন্থও রচনা করেন। ১৯৫৬ খ্রী. ‘দেশ’ পত্রিকা থেকে অবসর নেন। রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ : ‘গীতামাধুরী’, ‘লোকমোতা রাণী রাসমণি’, ‘জীবনমৃত্যুর সন্ধিস্থলে’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« বঙ্কিমচন্দ্ৰ চট্টোপাধ্যায়
« বঙ্কিমচন্দ্ৰ চট্টোপাধ্যায়
পরবর্তী:
বঙ্কিমবিহারী দাস »
বঙ্কিমবিহারী দাস »
Leave a Reply