বগলাপ্রসন্ন গুহ (১৯০৫ – ১৯-৮-১৯৮8) ফরিদপুর। প্রথম জীবনে কংগ্রেসের বিভিন্ন আন্দোলনে কাজ করেছেন। ত্ৰিশের দশকে দীর্ঘকাল বন্দী অবস্থায় জেলে থাকা কালে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। ১৯৪৩ খ্রী. পার্টির নির্দেশে তিনি কলিকাতায় চলে আসেন এবং তখন থেকে কৃষক সভার কাজের সঙ্গে তিনি মৎস্যজীবী আন্দোলনেও সক্রিয় ছিলেন। ১৯৬৪ খ্রী. কমিউনিস্ট পার্টি বিভক্ত হলে তিনি সিপিএম দলে যোগ দেন।
পূর্ববর্তী:
« বখতিয়ার মৈসুর
« বখতিয়ার মৈসুর
পরবর্তী:
বঙ্কিম মুখোপাধ্যায় »
বঙ্কিম মুখোপাধ্যায় »
Leave a Reply