ফেরাগুল শাহ। সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম নায়ক। মজনু শাহের শিষ্যদ্বয় ফেরাগুল ও চেরাগলি শাহ দিনাজপুর জেলার ইংরেজ শাসক ও জমিদারদের অস্থির করে তুলেছিলেন। পরবর্তী কালে রাজশাহী জেলায় নেতৃত্ব দানের ব্যাপারে মজনু শাহের ভ্রাতা ও শিষ্য মুশার সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়। এই বিরোধের ফলে মার্চ ১৭৯২ খ্রী. ফেরাগুলের হাতে মুশা নিহত হন।
পূর্ববর্তী:
« ফেরদৌসী মজুমদার
« ফেরদৌসী মজুমদার
পরবর্তী:
ফেলিক্স কেরী »
ফেলিক্স কেরী »
Leave a Reply