ফরস্টার, হেনরি পিটস (? – ১০-৯-১৮১৫) তিনি ১৮৭৩ খ্রী. ঈস্ট ইণ্ডিয়া কোম্পানীর কর্মচারিরূপে কলিকাতায় আসেন। ১৭৯৩ খ্রী. ত্রিপুরার কালেক্টর এবং ১৭৯৪ খ্রী. চব্বিশ পরগনার আদালতে রেজিস্ট্রর হন। দীর্ঘদিন বাঙলার বিভিন্ন জেলায় কাৰ্যসূত্ৰে ভ্ৰমণ করে উপলব্ধি করেন–ফারসীর বদলে বাংলাই আদালতে কাজকর্মের মাধ্যম হওয়া উচিত। তিনি বাংলাকে সরকারী ভাষা করার পক্ষে যোগ দেন। বাংলা, ফারসী, সংস্কৃত, হিন্দী, ওড়িয়া ও অসমীয়া ভাষা জানতেন। প্ৰাচ্যভাষাবিদ বলে তাঁর খ্যাতি ছিল। তাঁর রচিত আইনের একটি অনুবাদ গ্ৰন্থ (১৭৯৩) এবং বাংলা-ইংরেজী ও ইংরেজী-বাংলা অভিধান (১৭৯৯) বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর ‘Grammar of the Sanskrit Language’ গ্ৰন্থটিও বিখ্যাত। বাকল্যাণ্ড সাহেব তাঁর সম্বন্ধে বলেন, ‘Largely through his efforts, Bengali became the official as well as literary language of Bengal’। চাকরি-জীবনের শেষের দিকে তহবিল তছরূপ ও কর্তব্যে অবহেলার জন্য আদালতে অভিযুক্ত হয়ে দণ্ডিত হন (১৮১১)। অবশ্য তারপরেও কোম্পানীর চাকরিতে তাঁর পদোন্নতি হয়।
পূর্ববর্তী:
« হুসেন মুরিয়া বাগদাদী
« হুসেন মুরিয়া বাগদাদী
পরবর্তী:
হেনা দাস »
হেনা দাস »
Leave a Reply