ফয়যুন্নেসা চৌধুরী, নওয়াব (১৮৪৭/৪৮ – ১৯০৫)। নোয়াখালি জেলার পশ্চিম গা-এর জমিদার। জনহিতকর বিভিন্ন কাজে তিনি প্রভূত অর্থ দান করেন। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া কর্তৃক ‘নওয়াব’ উপাধিতে ভূষিত হন। ভারতবর্ষের আর কোন মহিলা এরূপ সম্মানিত উপাধি পান নি। আরবী ও ফারসী ভাষায় এবং সংস্কৃতেও তাঁর ব্যুৎপত্তি ছিল। সুললিত গদ্য ও পদ্য ছন্দে রচিত প্ৰায় পাঁচশত পৃষ্ঠায় সম্পূর্ণ তাঁর প্রথম গ্ৰন্থ ‘রূপ-জালাল’ ১৮৭৬ খ্রী. ঢাকা থেকে প্ৰকাশিত হয়। বিড়ম্বিত দাম্পত্য-জীবনের করুণ রূপক কাহিনী এই গ্রন্থের বিষয়বস্তু।
পূর্ববর্তী:
« ফেলিক্স কেরী
« ফেলিক্স কেরী
পরবর্তী:
বংশধর সেন »
বংশধর সেন »
Leave a Reply