ফণীশ্বরনাথ রেণু (১৯২১ – ১১-৪-১৯৭৭) ওরাহী-হিংনা, বিহারের পূৰ্ণিয়া জেলা। হিন্দী সাহিত্যিক ফণীশ্বরের প্রকৃত নাম ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায়। গ্রামের শীলানাথ মণ্ডলের স্নেহ-যত্নে লালিতপালিত হন। কাশী বিদ্যাপীঠে শিক্ষা। তাঁর বিখ্যাত উপন্যাস ‘ময়লা আঁচল’ (হিন্দী)। ১৯৫৪ খ্রী. প্ৰকাশিত হয়। ‘পরতী পরিকথা’ পূর্বোক্ত গ্রন্থের দ্বিতীয় পৰ্যায়। ‘ঠুমরী’ তাঁর গল্প-সংকলন। চাকরিজীবী মহিলাদের নিয়ে লেখা তাঁর ‘দীর্ঘতপা’ উপন্যাসটি এক সময় পাটনায় বিতর্কের ঝড় তুলেছিল। প্রথম জীবনে কবিতা লিখতেন। প্রকাশিত : গ্রন্থের সংখ্যা ৯ টি। ‘সতীনাথ স্মরণে’ গ্রন্থে তিনি বাংলায় ‘ভাদুড়ীজী’ নামে একটি দীর্ঘ স্মৃতিকথা লেখেন। ১৯৪২ খ্রী ‘ভারত-ছাড়’ আন্দোলনে সক্রিয় অংশ গ্ৰহণ করে জেলে যান। নেপালের কৈরালা পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। বিহারের প্রগতিশীল লেখক সঙেঘর সঙ্গে যুক্ত ছিলেন। কিছুদিন তিনি জয়প্ৰকাশ নারায়ণের আন্দোলনে অংশ গ্ৰহণ করেছিলেন।
পূর্ববর্তী:
« ফণীন্দ্ৰনাথ মুখোপাধ্যায়
« ফণীন্দ্ৰনাথ মুখোপাধ্যায়
পরবর্তী:
ফতেহ খান »
ফতেহ খান »
Leave a Reply