ফণীন্দ্রনাথ বসু রায়চৌধুরী (২-৩-১৮৮৮ – ১-৮-১৯২৬) বহর-ঢাকা। তারানাথ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাস্কর্যশিল্পী। চৌদ্দ বছর বয়সে তিনি কলিকাতায় আর্ট কলেজে ভর্তি হন ও ই, বি, হ্যাভেলের নিকট ভারতীয় চিত্রকলার পাঠ গ্ৰহণ করেন। পরে এডিনবরার রয়্যাল ইনস্টিটিউটে চিত্ৰকলা ও ভাস্কর্যশিল্প শিক্ষা করেন। ১৯১১ খ্রী। তিনি ঐ বিষয়ে ডিপ্লোমা ও ১০০ পাউন্ড পুরস্কার পান। প্যারী শহরে বিখ্যাত ফরাসী ভাস্কর র্যোদাঁর সঙ্গে সাক্ষাৎ করে তাঁর কাছে শিল্প-বিষয়ে নানা রকমের নির্দেশ ও পরামর্শ লাভ করেন। ১৯১৩ খ্রী স্কটল্যান্ডে এসে স্টুডিয়ো স্থাপন করেন। ঐ বছরই তাঁর প্রথম চিত্রপ্রদর্শনী হয়। পরের বছর ব্রিটেনের রয়্যাল অ্যাকাডেমির প্রদর্শনীতে তাঁর ‘ব্যথিত বালক’ উচ্চ-প্ৰশংসিত হয়। গায়কোয়াড়ের মহারাজার অনুরোধে পরে তিনি বরোদার রাজপ্রাসাদের জন্য কিছু ধাতু-নির্মিত মূর্তির কাজ করতে বরোদায় আসেন। নানা অসুবিধার জন্য সে কাজ পূর্ণ না হলেও তিনি বেশ কিছুদিন বরোদায় থেকে নানারকমের এবং বিশিষ্ট-ধরনের মানুষের আকার-আকৃতি অনুশীলন করেন এবং স্কেচ, মডেল ইত্যাদি তৈরী করে নিয়ে এডিনবরায় তাঁর নিজস্ব স্টুডিয়োতে ফিরে যান। তাঁর নির্মিত ‘বালক ও কাঁকড়া’, ‘শিকারী’, ‘সাপুড়ে, ‘সাধু’, ‘দিনের শেষে’ প্রভৃতি ভাস্কর্য বিশেষ উল্লেখযোগ্য। স্কটল্যান্ডের পার্থ শহরের গির্জায়, স্যার উইলিয়ম গেকম জন, জি. ওয়াশিংটন ব্ৰাউন প্রভৃতির ব্যক্তিগত সংগ্রহে এবং ভারতে বরোদার লক্ষ্মীবিলাস প্যালেসে ও আর্ট গ্যালারীতে তাঁর সৃষ্ট শিল্প রক্ষিত আছে। স্কটল্যান্ডের পিবলস শহরে মৃত্যু।
পূর্ববর্তী:
« ফণীন্দ্রনাথ বসু
« ফণীন্দ্রনাথ বসু
পরবর্তী:
ফণীন্দ্রনাথ শেঠ »
ফণীন্দ্রনাথ শেঠ »
Leave a Reply