ফণীন্দ্রনাথ বসু (১৮৯৮ – ১৯৩২)। ইতিহাসে এম-এ। শান্তিনিকেতনে জগদ্বিখ্যাত বহু ভারততত্ত্ববিদদের সংস্পর্শে আসেন এবং ফরাসী ও তিববতী ভাষা অধ্যয়ন করেন। ভারতীয় শিল্পের ইতিহাস বিষয়ে তাঁর একটি মৌলিক গবেষণা-নিবন্ধের জন্য ব্রাসেলস শহরে Unversite Philotechnique-এর পি-এইড ডি. ডিগ্ৰী লাভ করেন। ১৯২২ খ্রী. থেকে প্ৰায় ছয় বছর বিশ্বভারতীতে ও পরে পাটনা জেলার নালন্দা কলেজে অধ্যাপনা করেন। রচিত গ্ৰন্থ : ‘Indian Teachers of Buddhist Universities’, ‘Indian Teachers in China’, ‘The Indian Colony of Champa’, ‘The Indian Colony of Siam’, ‘The Hindu Colony of Combodia’, ‘The Principles of Indian Silpa Sastra’, ‘A Hundred years of Bengali Press’ প্রভৃতি। বাংলা ভাষায় তিনি আচার্য জগদীশচন্দ্ৰ বসু ও আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জীবনী এবং নালন্দা ও বিক্রমশীলা সম্বন্ধে কিশোরদের উপযোগী দুখানি ছোট গ্ৰন্থ লিখেছেন। মেজর বামনদাস বসুর নির্দেশে তাঁর সংগৃহীত উপকরণের সাহায্যে অপর একজনের সহযোগিতায় সিপাহী বিদ্রোহ থেকে বিংশ শতাব্দীর তৃতীয় দশক পর্যন্ত সময়ের ভারতবর্ষের বিস্তারিত ইতিহাসও রচনা করেছেন। প্ৰাচীন শিল্পশাস্ত্ৰ সম্বন্ধে সংস্কৃত গ্ৰন্থ ‘প্রতিমা-মান-লক্ষ্মণে’র একটি সংস্করণ তিনি তিববতী অনুবাদের সঙ্গে মিলিয়ে প্রস্তুত করেন।
পূর্ববর্তী:
« ফণীন্দ্রনাথ পাল
« ফণীন্দ্রনাথ পাল
পরবর্তী:
ফণীন্দ্রনাথ বসু রায়চৌধুরী »
ফণীন্দ্রনাথ বসু রায়চৌধুরী »
Leave a Reply