ফণীন্দ্রনাথ গুপ্ত (? – চৈত্র ১৩৪১ ব) প্রেসীডেন্সী কলেজে বি.এ. পর্যন্ত পড়ে প্ৰসিদ্ধ ব্যবসায়ী ডি গুপ্তের কোম্পানীতে কিছুদিন ব্যবসায়ে শিক্ষানবীশী করেন। ১৯০৫–০৬ খ্রী. স্বদেশী আন্দোলনের সময় দেশী কলম, নিব ও পেন্সিলের কারখানা স্থাপন করে এই ব্যবসায়ে উন্নতি করেন। ভারতবর্ষে ফাউন্টেন পেন তৈরীর কাজে তাঁকে পথপ্ৰদৰ্শক বলা যায়। এফ. এন. গুপ্ত নামে সমধিক প্রসিদ্ধ ছিলেন।
পূর্ববর্তী:
« ফণিভূষণ মতিলাল, ছোট ফণী
« ফণিভূষণ মতিলাল, ছোট ফণী
পরবর্তী:
ফণীন্দ্রনাথ পাল »
ফণীন্দ্রনাথ পাল »
Leave a Reply