ফণিভূষণ মতিলাল, ছোট ফণী (১৯১০ – ১-৩-১৯৭২)। স্বভাবশিল্পী ‘চিরতরুণ’ ফণিভূষণ প্রায় নিরক্ষর ছিলেন। আট বছর বয়সে শশী হাজরার যাত্রার দলে সখী হিসাবে যোগ দেন। তারপর যান নট্ট কোম্পানীতে স্ত্রী-চরিত্রের শিল্পী হিসাবে। এ দলের ‘খনা’ (হরিপদ চট্টোপাধ্যায় রচিত) পালার নাম-ভূমিকায় ফণীরাণীই পরবর্তী কালের ছোট ফণী। পরে নবদ্বীপ সাহার দল, নট্ট কোম্পানী, আৰ্য অপেরা, গণেশরঞ্জন নাট্যভারতী প্রভৃতি বহু যাত্ৰাদলের বিভিন্ন পালায় অভিনয় করে খ্যাতিমান হন। তাঁর অভিনীত ‘শাম্ব’ (লীলাবসান), ‘প্রবীর’ (প্রবীরার্জুন), ‘কৃষ্ণ’ (জরাসন্ধ), ‘ভরতা (কৈকেয়ী) প্রভৃতি উল্লেখযোগ্য। ‘ভীষ্ম’ (উপেক্ষিতা) ও ‘সিরাজ’ ভূমিকা দুটি তাঁর অবিস্মরণীয় সৃষ্টি। ১৯৬৭ খ্রী. শেষ অভিনয় করেন।
পূর্ববর্তী:
« ফণিভূষণ মজুমদার
« ফণিভূষণ মজুমদার
পরবর্তী:
ফণীন্দ্রনাথ গুপ্ত »
ফণীন্দ্রনাথ গুপ্ত »
Leave a Reply