ফণিভূষণ তর্কবাগীশ, মহামহোপাধ্যায় (২৪-১-১৮৭৬ – ২৮-১-১৯৪২) তালখড়ী-যশোহর। সৃষ্টিধর ভট্টাচার্য। তিনি ফরিদপুরের কোড়কদির টোল, পাবনা দর্শন টোল, কাশী টীকামণি সংস্কৃত কলেজ, কলিকাতা সংস্কৃত কলেজ প্রভৃতিতে অধ্যাপনা করেন। পরে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর সংস্কৃত বিভাগে যোগ দেন। বিভিন্ন পত্রিকায় তাঁর প্রবন্ধাবলী প্ৰকাশিত হত। ‘ন্যায়দৰ্শন’ (৫ খণ্ডে প্ৰকাশিত) এবং বাৎস্যায়ন ভাষ্যসহ ন্যায়সূত্রের সম্পাদন ও বাংলা ব্যাখ্যা তাঁর জীবনের প্রধান কীর্তি। অন্য গ্ৰন্থ: ‘ন্যায়-পরিচয়’। ১৯২৬ খ্রী. ‘মহামহোপাধ্যায়’ উপাধি-ভূষিত হন। কাশীধামে মৃত্যু।
পূর্ববর্তী:
« ফণিভূষণ চক্রবর্তী
« ফণিভূষণ চক্রবর্তী
পরবর্তী:
ফণিভূষণ দাশগুপ্ত »
ফণিভূষণ দাশগুপ্ত »
Leave a Reply