ফণিভূষণ গুপ্ত (১৯০০ – ৩১-১-১৯৫৬) গালা-ময়মনসিংহ। বরাদাকান্ত। প্ৰখ্যাত চিত্রাঙ্কন-শিল্পী। দিনাজপুর থেকে ১৯১৮ খ্রী. ম্যাট্রিক ও কুচবিহার থেকে ১৯২০ খ্রী. ইন্টারমিডিয়েট ও কলিকাতা গভর্নমেন্ট আর্ট স্কুল থেকে ১৯২৮ খ্রী. কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে কিছুদিন সেখানে শিক্ষকতা করেন। কালি-কলমে একবৰ্ণ চিত্রাঙ্কনে বিশেষ পারদর্শী ছিলেন। শিশুদের জন্য লিখিত ও প্রকাশিত বহুরকম গল্পগ্রন্থের এবং ‘শিশুসাথী’, ‘মৌচাক’, ‘রামধনু’ প্রভৃতি মাসিক পত্রিকার একক শিল্পী হিসাবে দীর্ঘ ২০ বছর কাজ করেছেন। ‘শিল্পীচক্ৰ’, ‘একাডেমী অফ ফাইন আর্টস’ ও ‘রবিবাসরে’র সদস্য ছিলেন।
পূর্ববর্তী:
« ফটিক চৌধুরী
« ফটিক চৌধুরী
পরবর্তী:
ফণিভূষণ চক্রবর্তী »
ফণিভূষণ চক্রবর্তী »
Leave a Reply