ফটিক চৌধুরী (১২৭৭ – ১৩৪৪ ব.) হাসানপুর-মুর্শিদাবাদ। বিহারীলাল। পিতৃদত্ত নাম কৃষ্ণবন্ধু। খ্যাতনামা কীর্তন-গায়ক। রাজশাহীতে ছাত্ৰ-বৃত্তি পর্যন্ত পড়ে সেখানেই ওস্তাদের কাছে গান শিখতে শুরু করেন। অবস্থাপন্ন ঘরের ছেলে হয়েও গান শেখার জন্য গুরুগৃহে রাখালের কাজও করেছেন। মুর্শিদাবাদের উচ্চাঙ্গের কথক জীবনকৃষ্ণ চট্টোপাধ্যায়ের শিষ্য ছিলেন। পরে ময়নাডালের চতুষ্পাঠীতে কীর্তন শেখেন। জীবিকার জন্য তিনি কীর্তনের দল করেন এবং তাতে তাঁর প্রচুর সুনাম ও অর্থলাভ ঘটে।
পূর্ববর্তী:
« ফজলুল্লাহ
« ফজলুল্লাহ
পরবর্তী:
ফণিভূষণ গুপ্ত »
ফণিভূষণ গুপ্ত »
Leave a Reply