ফজলুর রহমান খান, (এফ.আর খান) (১৯২৯ – ১৯৮২) ফরিদপুর। খ্যাতনামা স্থপতি। শিক্ষা-শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও আমেরিকাতে। দীর্ঘদিন আমেরিকাতেই বসবাস করেছেন। পৃথিবীর উচ্চতম ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার্সের স্থাপত্য নকশা তাঁর করা। এছাড়াও আমেরিকা সহ বিশ্বের আরো কয়েকটি দেশে তাঁর কীর্তি ছড়িয়ে আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে প্রবাসে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। স্বাধীন বাংলাদেশ গঠিত হবার পর প্রায়ই তিনি দেশে আসতেন। সৌদি আরবে পৃথিবীর বৃহত্তম বিমান বন্দর ‘জেদ্দা’-র স্থাপত্য নকশা তিনি করেছেন। জেদ্দায় মৃত্যু।
পূর্ববর্তী:
« ফজল মিয়া
« ফজল মিয়া
পরবর্তী:
ফজলুল করিম »
ফজলুল করিম »
Leave a Reply