ফকিরচাঁদ। ১৭৯২ খ্ৰী. শান্তিপুরের কুমারখালি কেন্দ্রের তন্তুবায়-বিদ্রোহের অন্যতম নায়ক। তাঁর সঙ্গে ছিলেন বলাই, ভিখারী ও দুনি। অষ্টাদশ শতাব্দীর শেষভাগে বঙ্গদেশব্যাপী যে তন্তুবায়-সংগ্রাম দেখা দেয় শান্তিপুরে তাঁর প্রথম নেতৃত্ব দেন বিজয়রাম। পরবর্তী কালে এই অঞ্চলের সংগ্রাম পরিচালনা করেন লোচন দালাল, রামহরি দালাল, রামদাস দাস প্রভৃতি। তাঁদের নেতৃত্বে তন্তুবায়-প্রতিনিধিদের একটি দল পদব্ৰজে কলিকাতায় এসে কোম্পানীর কর্মচারীদের বর্বর উৎপীড়নের প্রতিবাদ করে কর্তৃপক্ষের কাছে ‘আর্জি’ পেশ করেছিলেন।
পূর্ববর্তী:
« ফকিরচন্দ্র চট্টোপাধ্যায়
« ফকিরচন্দ্র চট্টোপাধ্যায়
পরবর্তী:
ফজল মিয়া »
ফজল মিয়া »
Leave a Reply