ফকিরচন্দ্র চট্টোপাধ্যায় (১২৮১ – ৯.৫.১৩৩৯ বঙ্গাব্দ)। বিশিষ্ট ছোটগল্প-লেখক ও ঔপন্যাসিক। ‘মানসী’ মাসিক পত্রিকার (১৩১৫-২০ ব) তিনি অন্যতম প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। কিছুকাল (১৩৩৪ বঙ্গাব্দ) ‘পুষ্পপত্র’ নামে একটি মাসিক পত্রেরও সম্পাদনা করেছিলেন। রচিত গ্রন্থ: ‘সুধা’, ‘ঘরের কথা’, ‘পথের কথা’, ‘নবান্ন’, ‘পরিকথা’, ‘তপস্যার ফল’, ‘স্মৃতিরেখা’, ‘দামোদরের মেয়ে’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« ফএজুল্লা মির
« ফএজুল্লা মির
পরবর্তী:
ফকিরচাঁদ »
ফকিরচাঁদ »
Leave a Reply