প্ৰেমানন্দ দত্ত। চট্টগ্রাম। হরিশ্চন্দ্র। চট্টগ্রাম বন্দরের প্রিভেন্টিভ অফিসার প্ৰেমানন্দ দেশবন্ধু চিত্তরঞ্জনের আহ্বানে চাকরি ত্যাগ করেন এবং অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন। এরপর চা-বাগান শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদে আসাম বেঙ্গল রেলওয়ে কর্মচারীদের ঘোষিত ধর্মঘটে যোগ দিয়ে কারারুদ্ধ হন। বন্ধু অনন্ত সিংহের অনুপ্রেরণায় বিপ্লবী দলে যোগ দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করেন। বিশেষ করে অস্ত্রশস্ত্ৰ প্ৰস্তুতের ও নিরাপদ স্থানে রাখবার ব্যবস্থা তিনি করতেন। অনন্ত সিংহকে গ্রেপ্তার এবং বিপ্লবীদের উপর সতর্ক নজর রাখার জন্য গোয়েন্দা ইনসপেক্টর প্রফুল্ল রায়কে তিনি গুলি করে হত্যা করায় গ্রেপ্তার হন। জেলে থাকার সময় মানসিক অবস্থা অস্বাভাবিক হয়ে উঠলে তাকে রাচির মানসিক হাসপাতালের পাঠান হয়। সেখানেই তাঁর মৃত্যু ঘটে।
পূর্ববর্তী:
« প্ৰেমাঙ্কুর আতর্থী
« প্ৰেমাঙ্কুর আতর্থী
পরবর্তী:
প্ৰেমানন্দ ভারতী »
প্ৰেমানন্দ ভারতী »
Leave a Reply