প্ৰেমানন্দ (১০-১২-১৮৬১ – ?)। শ্ৰীরামকৃষ্ণদেবের সাক্ষাৎ শিষ্যদের অন্যতম। গাৰ্হস্থাশ্রমের নাম বাবুরাম ঘোষ। আটপুরে তাঁর মাতুলালয়ের যে গৃহে তাঁর জন্ম হয়, সেখানে ডিসেম্বর ১৮৮৬ খ্রী. তাঁর মা মাতঙ্গিনী দেবীর আহ্বানে নরেন্দ্ৰনাথ (বিবেকানন্দ) সহ শ্ৰীরামকৃষ্ণের ৯ জন শিষ্য (পরবর্তী কালের নিরঞ্জনানন্দ, প্ৰেমানন্দ, শিবানন্দ, রামকৃষ্ণানন্দ, সারদানন্দ, অভেদানন্দ, অখণ্ডানন্দ ও ত্ৰিগুণাতীতানন্দ) উপস্থিত হয়েছিলেন এবং ২৪-১২-১৮৮৬ খ্রী। ঐ গৃহের প্রাঙ্গণে প্রজ্বলিত ধুনির সামনে বসে শ্রীশ্রীঠাকুরের কার্যে আত্মনিয়োগ করার সিদ্ধান্তে গৃহত্যাগের চরম সঙ্কল্প গ্ৰহণ করেন। তাদের অগ্নি-সাক্ষী-করা শপথ থেকেই রামকৃষ্ণ মিশনের মত সেবা-প্রতিষ্ঠানের সূত্রপাত। সে হিসাবে এই বাড়ির উঠানেই রামকৃষ্ণ মিশনের জন্ম হয়েছিল বলা হয়। সে স্থানে মিশন এক দেউলরীতির আধুনিক মন্দির তৈরি করিয়েছেন। শ্ৰীমা সারদা দেবী ও বিবেকানন্দ বিভিন্ন সময়ে ঘোষবাড়িতে এসে থেকে গেছেন। এ পরিবারে শ্ৰীরামকৃষ্ণদেবের ব্যবহৃত একজোড়া চটি, মোজা ও দাঁতনকাঠি রক্ষিত আছে।
পূর্ববর্তী:
« বাবুরাম
« বাবুরাম
পরবর্তী:
বাবুলাল জানা »
বাবুলাল জানা »
Leave a Reply