প্ৰেমাঙ্কুর আতর্থী (১-১-১৮৯০ – ১৩-১০-১৯৬৪)। ব্রাহ্মসমাজের প্রচারক, ‘আদর্শ পুরুষ’ গ্রন্থের রচয়িতা, অসমসাহসিক পিতা মহেশচন্দ্ৰ দুৰ্বত্তদের হাত থেকে মহিলাদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছিলেন। খ্যাতনামা সাহিত্যিক। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা না পেলেও নিজপ্ৰচেষ্টায় দেশবিদেশের সাহিত্য ও অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জন করেন। ছোটবেলায় বাড়ি থেকে পালিয়ে বোম্বাই যান এবং নানা ঘটনাচক্রের মধ্যে কলিকাতা চৌরঙ্গীর একটি ক্রীড়াসামগ্ৰীর দোকানে কাজ করতে থাকেন। এরপর দৈনিক ‘হিন্দুস্থান’ পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। হিন্দুস্থান ছাড়াও বিভিন্ন সময়ে ‘বৈকালী’ (সান্ধ্যপত্রিকা), ‘যাদুঘর’ (কিশোরদের মাসিক পত্রিকা), ‘জাহ্নব’ মাসিক পত্রিকা প্রভৃতির সম্পাদনা ও প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন। ‘বেতারজগৎ’ পত্রিকার তিনিই প্ৰথম সম্পাদক। চিত্রনির্মাতা হিসাবেও তাঁর দক্ষতা ছিল। প্ৰথমে লাহোরের একটি চলচ্চিত্ৰ-প্ৰতিষ্ঠানে এবং পরে কলিকাতার নিউ থিয়েটার্স লিমিটেডে চিত্রপরিচালনা-কার্যে অংশগ্রহণ করে শেষোক্ত প্রতিষ্ঠানের প্রথম সবাক চিত্ৰ ‘দেনা পাওনা’র পরিচালক হন। উল্লেখযোগ্য চিত্রাবলী : ‘কপালকুন্ডলা’, ‘দিকশূল’, ‘ভারত-কী-বেটী’, ‘সরলা’, ‘সুধার প্ৰেম’, ‘ইহুদী-কী-লড়কী’ প্রভৃতি। সাহিত্যক্ষেত্রেও তাঁর অবদান উল্লেখযোগ্য। রম্যরস, ঘটনাবৈচিত্র্য ও রোমাঞ্চের দ্বারা তাঁর রচনা ঐশ্বৰ্যমণ্ডিত। রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ ‘আনারকলি’, ‘বাজীকর’, ‘চাষার মেয়ে’, ‘কল্পনা দেবী’, ‘মহাস্থবির জাতক’ (৩ খণ্ড) প্রভৃতি।
পূর্ববর্তী:
« প্ৰেমসুন্দর বসু
« প্ৰেমসুন্দর বসু
পরবর্তী:
প্ৰেমানন্দ দত্ত »
প্ৰেমানন্দ দত্ত »
Leave a Reply