প্ৰেমসুন্দর বসু (১২৮৫ – ১৩৫২ ব.)। হরিসুন্দর। ১৯১২ খ্রী. দর্শনশাস্ত্রে এম.এ. পাশ করেন এবং ১৯৩০ খ্ৰী. মন্টপেলিয়ার বিশ্ববিদ্যালয় থেকে ডি,লিট ও প্রাগ বিশ্ববিদ্যালয় থেকে পি-এইচ-ডি উপাধি পান। বহু বছর ভাগলপুর কলেজের অধ্যাপক ছিলেন। ১৯২১ – ২৪ খ্ৰী. কংগ্রেসের সেবা করেন। ১৯২৫ খ্রী. শান্তিনিকেতনের অধ্যাপক ও পরে অধ্যক্ষ হয়েছিলেন। ভাগলপুর সদাকৎ আশ্রমের প্রতিষ্ঠাতা, মহিলা কলেজের অধ্যাপক, বঙ্গীয় সাহিত্য পরিষদের ভাগলপুর শাখার সভাপতি এবং নববিধান ব্ৰাহ্মসমাজের প্রচারক ছিলেন।
পূর্ববর্তী:
« প্ৰেমলতা দেবী
« প্ৰেমলতা দেবী
পরবর্তী:
প্ৰেমাঙ্কুর আতর্থী »
প্ৰেমাঙ্কুর আতর্থী »
Leave a Reply