প্ৰেমলতা দেবী (? – ২৩-৯-১৩৪১ ব) বসিরহাট-চব্বিশ পরগনা। স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়। স্বামী সুধীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সঙ্গীতজ্ঞ গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের কাছে ১৫ বছর খেয়াল, ঠুংরী, টপ্পা প্ৰভৃতি শিখে খ্যাতি অর্জন করেন। তাঁর রচিত ‘সঙ্গীতসুধা’ খেয়াল, টপ্পা, ঠুংরী ও বাংলা গানের একটি উৎকৃষ্ট স্বরলিপি-গ্রন্থ। এলাহাবাদে এই গ্রন্থটির হিন্দী সংস্করণ প্ৰকাশিত হয়েছিল।
পূর্ববর্তী:
« প্ৰেমচন্দ্র তর্কবাগীশ
« প্ৰেমচন্দ্র তর্কবাগীশ
পরবর্তী:
প্ৰেমসুন্দর বসু »
প্ৰেমসুন্দর বসু »
Leave a Reply