প্রেমতোষ বসু (? – ১৫-৪-১৯১২) রাইচরণ। সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র। বাংলা ও ইংরেজীতে বিশেষ দখল ছিল। ‘সন্ধ্যা’ পত্রিকা তাঁর পারিবারিক ‘Acme’ প্রেস থেকেই প্রকাশিত হত। কাষ্ঠ-ব্যবসায়ী পিতা কলিকাতায় বহু সম্পত্তি করেছিলেন। স্বদেশী যুগে অস্ত্রসংগ্রহ ও বোমা প্ৰস্তুতের জন্য পৈতৃক সম্পত্তির বেশির ভাগ বিক্রয় করেন। স্বদেশী কর্মীদের জন্যও বহু অর্থ ব্যয় করেছেন। ভাল কবিতা লিখতে পারতেন। আলীপুর বোমা মামলার পর ব্যারিস্টারি পড়বার অছিলায় ভারত ত্যাগ করেন। ইংল্যান্ডে অর্থকৃচ্ছতায় পড়েন। শেষ অবধি আনুমানিক ৫২ বছর বয়সে ইংল্যান্ডের শীতে উপযুক্ত বস্ত্রের অভাবে নিউমোনিয়া রোগে মারা যান। বিপ্লবী শহীদ কানাইলালের অন্ত্যেষ্টিক্রিয়ায় তিনি অর্থসাহায্য করেছিলেন। সরকারী প্রেস ধর্মঘট, বার্ন ও ইআইআর, ধর্মঘটের (১৯০৭) সংগঠক ছিলেন। ছাত্রাবস্থায় রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর বন্ধুত্ব স্থাপিত হয় এবং আমৃত্যু এই সম্পর্ক বজায় ছিল।
পূর্ববর্তী:
« প্রেমচাঁদ রায়চাঁদ
« প্রেমচাঁদ রায়চাঁদ
পরবর্তী:
প্রেমাঙ্কুর আতর্থী »
প্রেমাঙ্কুর আতর্থী »
Leave a Reply