প্রেমচাঁদ রায়চাঁদ (১৮৩১ – জুলাই ১৯১৮) সুরাট-গুজরাট। রায়চাঁদ দীপচান্দ। ১৬ বছর বয়সে পিতার ব্যবসায়ে সহকারিরূপে শিক্ষালাভ করেন। তুলার ব্যবসায়ে প্রভূত ধনের অধিকারী হন। সারা জীবনে তিনি মোট ৬০ লক্ষ টাকা দান করেন। তাঁর প্রদত্ত ২ লক্ষ টাকার সুদ থেকে কলিকাতা বিশ্ববিদ্যালয় দ্বারা কৃতী ছাত্রদের ‘প্রেমচাঁদ রায়চাঁদ’ নামে গবেষণা-বৃত্তি দেওয়া হয়। ১৮৬৮ খ্ৰীষ্টাব্দে এই বৃত্তি প্ৰথম প্রদত্ত হয়।
পূর্ববর্তী:
« প্রীতিলতা ওয়াদ্দেদার
« প্রীতিলতা ওয়াদ্দেদার
পরবর্তী:
প্রেমতোষ বসু »
প্রেমতোষ বসু »
Leave a Reply