প্ৰেমচন্দ্র তর্কবাগীশ (১৩-৪-১৯০৫ – ২৫-৪-১৮৬৭) শাকনাড়া-বর্ধমান। রামনারায়ণ ভট্টাচার্য। কলিকাতার সংস্কৃত কলেজের ছাত্র। ১৮৩২ খ্ৰী সংস্কৃত কলেজের অলঙ্কারশাস্ত্রের অধ্যাপক নিযুক্ত হয়ে ১৮৬৪ খ্ৰী. অবসর নিয়ে কাশীবাসী হন। ছোটবেলায় তাঁর কবির দলে গান রচনার অভ্যাস ছিল এবং কলিকাতায় এই সূত্রেই ঈশ্বরচন্দ্র গুপ্তের সঙ্গে বন্ধুত্ব হয়। তিনি ‘সংবাদ প্রভাকর’ ও ‘সংবাদ ভাস্কর’ পত্রিকার সংস্কৃত শিরোলেখ রচনা করে দেন। ‘প্রভাকর’ পত্রিকার লেখকও ছিলেন। সংস্কৃত ভাষায় কাব্যরসপূর্ণ শ্লোকরচনাতেই তাঁর সমধিক খ্যাতি ছিল। ‘সমস্যাকল্পলতা’ গ্রন্থে সংস্কৃত সমস্যাপূরণে তাঁর কবিত্বশক্তির পরিচয় পাওয়া যায়। তিনি ভারততত্ত্ববিদ জেমস প্রিন্সেপকে ক্ষোদিত তাম্রশাসন ও প্রস্তরফলকের পাঠোদ্ধারে সাহায্য করেছিলেন। ১১ টি সংস্কৃত গ্রন্থের টীকা রচনা করেন।
পূর্ববর্তী:
« প্ৰাণনাথ দত্ত
« প্ৰাণনাথ দত্ত
পরবর্তী:
প্ৰেমলতা দেবী »
প্ৰেমলতা দেবী »
Leave a Reply