প্রীতিলতা ওয়াদ্দেদার (৫-৫-১৯১১ – ২৪-৯-১৯৩২) চট্টগ্রাম। জগদ্বন্ধু। ভারতের প্রথম বিপ্লবী মহিলা শহীদ। ছাত্রীজীবনে ঢাকার বৈপ্লবিক সংগঠন দীপালী সঙ্ঘ ও কলিকাতার ছাত্রী সঙ্ঘের উৎসাহী কর্মী ছিলেন। ঢাকা বোর্ডের আই.এ. পরীক্ষায় মহিলাদের মধ্যে প্রথম হন এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বি-এ, পরিক্ষায় ডিস্টিংশনসহ পাশ করে নন্দনকানন স্কুলের (চট্টগ্রাম) প্ৰধান শিক্ষিক পদে কাজ করেন। চট্টগ্রাম বিপ্লবী দলের সঙ্গে যোগাযোগ ছিল ও দলের প্রয়োজনে সংসারের অল্প আয় থেকেও অর্থসাহায্য করতেন। ১৮-৪-১৯৩০ খ্রী. চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণে অংশগ্রহণের পর তিনি প্ৰত্যক্ষ বৈপ্লবিক কাজের ভার পান। প্রাণদণ্ডাজ্ঞাপ্ৰাপ্ত রামকৃষ্ণ বিশ্বাসের সঙ্গে জেলে যোগাযোগ রাখতেন। ক্ৰমে দলনেতা মাস্টারদার (সূর্য সেন) আত্মগোপন কেন্দ্ৰে (ধলঘাট) যোগাযোগ রক্ষার ভার পান। ১৯৩২ খ্রী. জুন মাসে মিলিটারীর সঙ্গে সংঘর্ষে সরকার পক্ষের ক্যাপ্টেন ক্যামেরুন এবং বিপ্লবী দলের নির্মল সেন ও অপূর্ব সেনের মৃত্যু হয়। সূর্য সেন ও প্রীতিলতা জঙ্গলের মধ্যে প্রবেশ করে গ্রেপ্তার এড়াতে সক্ষম হন। এরপর থেকে তাঁর গ্রেপ্তারের জন্য পুরস্কার ঘোষণা করা হয়। বিপ্লবী দলের অসমাপ্ত কাজ পাহাড়তলী ইউরোপীয়ান ক্লাব আক্রমণে নেত্রী নির্বাচিত হয়ে তিনি একদল যুবক নিয়ে ২৪৯-১৯৩২ খ্রী. ক্লাব আক্রমণ করে একজনকে নিহত ও কয়েকজনকে আহত করে অক্ষত দেহে প্ৰত্যাবর্তনে সক্ষম হন। এরপর তিনি দেশের লোকের কাছে আত্মদানের আহ্বান রেখে পটাশিয়াম সায়নাইড খেয়ে আত্মহত্যা করেন।
পূর্ববর্তী:
« প্রিয়রঞ্জন সেন
« প্রিয়রঞ্জন সেন
পরবর্তী:
প্রেমচাঁদ রায়চাঁদ »
প্রেমচাঁদ রায়চাঁদ »
Leave a Reply