প্রিয়রঞ্জন সেন (২৫-১-১৮৯৩ – ১১-১২-১৯৬৭) কলিকাতা। প্ৰসন্নকুমার। ১৯১৯ খ্রী. ইংরেজীতে প্ৰথম শ্রেণীতে এবং ১৯২০ খ্রী. বাংলায় প্রথম শ্রেণীতে প্ৰথম হয়ে এম.এ. পাশ করেন। ১৯২৫ খ্রী. প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি পান। ১৯২০–২৩ খ্রী. পর্যন্ত রংপুর কারমাইকেল কলেজে অধ্যাপনার পর ১৯২৩ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং বিভাগীয় প্রধান অধ্যাপকরূপে অবসর নেন। ১৯৫৪ খ্রী. শান্তিনিকেতনে লিটারারি ওয়ার্কশপের পরিচালক ও পরে শ্ৰীনিকেতনে বিশ্বভারতী ইনস্টিটিউট অফ রুর্যাল হায়ার এডুকেশনের সঞ্চালকরাপে কাজ করেন (১৯৫৭–৬০)। ১৯২১ খ্রী. অসহযোগ আন্দোলনের সময় গান্ধীজীর ভাবধারায় অনুপ্রাণিত হন। ১৯৪২–৪৩ খ্রী. ‘ভারত-ছাড়’ আন্দোলনে দমদম জেলে বন্দী ছিলেন। ১৯৪৪–৬৪ খ্ৰী. ‘হরিজন সেবক সঙ্ঘে’র বঙ্গীয় শাখার অবৈতনিক কর্মসচিব, ১৯৪৬ খ্রী. ভারতীয় গণ-পরিষদের এবং ১৯৫২–৫৭ খ্রী. পশ্চিমবঙ্গ বিধান সভার সদস্য ছিলেন। ১৯৬৭ খ্ৰী ‘পদ্মশ্ৰী’ উপাধি পান। তাঁর উল্লেখযোগ্য রচনাবলী : ‘সাহিত্য-প্ৰসঙ্গ’, ‘ওড়িয়া সাজিত্য’, ‘western influence in Bengali Literature’, ‘Western influence in Bengali Novels’, ‘Modern Oria Literature’ প্রভৃতি। এছাড়াও প্রেমচন্দ্রের ‘গোদান’, ‘র্যালফ ওয়ালডোর ‘in Tune with the Infinite’ (অনন্তের সুরে) এবং হাজারীপ্রসাদ দ্বিবেদীর ‘বাণভট্টের আত্মকথা’ প্রভৃতির বঙ্গানুবাদ করেন।
পূর্ববর্তী:
« প্রিয়ম্বদা দেবী
« প্রিয়ম্বদা দেবী
পরবর্তী:
প্রীতিলতা ওয়াদ্দেদার »
প্রীতিলতা ওয়াদ্দেদার »
Leave a Reply