প্রিয়নাথ সেন, ড. (১৮৭৪ – ১৭-১০-১৯০৯) যপসা-ফরিদপুর। দিননাথ। ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ১৮৮৯ খ্রী. প্ৰবেশিকা পাশ করে প্রথম শ্রেণীর বৃত্তি, কলিকাতা প্রেসিডেন্সী কলেজ থেকে ১৮৯১ খ্ৰী এফ.এ. পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ‘ডফ বৃত্তি’ ও পরে বি.এ. পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে রাধাকান্ত সুবৰ্ণ পদক এবং ‘ঈশান বৃত্তি’ লাভ করেন। বিলাতে অধ্যয়নের জন্য প্রস্তাবিত রাজকীয় বৃত্তি প্ৰত্যাখ্যান করে তিনি ১৮৯৪ খ্রী. এম.এ. পরীক্ষায় দর্শনশাস্ত্ৰে প্ৰথম স্থান অধিকার করেন এবং ১৮৯৬ খ্রী. বি.এল. পাশ করে ১৮৯৭ খ্রী. কলিকাতা হাইকোর্টে ওকালতি শুরু করেন। ১৮৯৯ খ্রী. প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি লাভ করেন। আইন বিষয়ে গবেষণার জন্য ১৯০৫ খ্ৰী. ‘ডি.এল.’ উপাধি পান এবং অল্পকালের মধ্যেই হাইকোটের অন্যতম শ্রেষ্ঠ ব্যবহারজীবীরূপে পরিগণিত হন। ১৯০৯ খ্রী. ‘ঠাকুর-ল’-এর অধ্যাপক, কয়েক বছর বি.এল. পরীক্ষার পরীক্ষক এবং ‘Faculty of Law and Board of Studies in Law’ সমিতির অতিরিক্ত সভ্য ও ‘Law Journal’ পত্রিকার সহসম্পাদক ছিলেন। তিনি বেদান্ত-দর্শন বিষয়ে একটি গ্রন্থও রচনা করেন।
পূর্ববর্তী:
« প্রিয়নাথ সেন
« প্রিয়নাথ সেন
পরবর্তী:
প্রিয়ম্বদা দেবী »
প্রিয়ম্বদা দেবী »
Leave a Reply