প্রিয়নাথ সেন (১০-১১-১৮৫৪ – ২৫-১০-১৯১৬)। সাহিত্যরসিক মহেন্দ্রনাথ। সাহিত্যক্ষেত্রে প্ৰিয়নাথ ছিলেন ‘সাত সমুদ্রের নাবিক’। বাংলা, ইংরেজী, ফরাসী এবং ইতালীয় ভাষা ও সাহিত্যে তাঁর বিশেষ অধিকার ছিল। তাঁর অধিকাংশ গদ্যরচনার বিষয়বস্তু-রবীন্দ্রনাথের কাব্য ব্যাখ্যান বা সাহিত্যদ্বন্দ্বে রবীন্দ্রনাথকে সমর্থন। মোপাসা ও রাস্কিন সম্বন্ধেও তাঁর রচনা উল্লেখযোগ্য। ‘প্রিয় পুষ্পাঞ্জলি’ তাঁর সমস্ত গদ্যরচনার সঙ্কলন। তিনি কবিতাও লিখতেন। তাঁর ইংরেজী কবিতা এডমন্ড গস-এর দৃষ্টি আকর্ষণ করেছিল। রবীন্দ্রনাথের সঙ্গে বন্ধুত্ব ও সহোদরসুলভ প্রীতি ছিল।
পূর্ববর্তী:
« প্রিয়নাথ মুখোপাধ্যায়
« প্রিয়নাথ মুখোপাধ্যায়
পরবর্তী:
প্রিয়নাথ সেন, ড. »
প্রিয়নাথ সেন, ড. »
Leave a Reply