প্রিয়নাথ বসু (১৮৬৫ – ১৯২০) জাগুলিয়া—উত্তর ২৪ পরগণা। মনোমোহন। ‘গ্রেট বেঙ্গল সার্কাসের প্রতিষ্ঠাতা। ১৮৮৭ থেকে ১৯২০ খ্রী. পর্যন্ত এই সার্কাস খেলা দেখিয়েছে। প্রফেসর বোস নামে খ্যাত তিনিই সর্বপ্রথম বাঙালী যিনি পিরামিড অ্যাক্ট, জাগলিং অ্যাক্ট, প্যারালাল বার, হোরাইজন্টাল বার ও ঘোড়ায় চড়া খেলায় বিশেষ দক্ষতা অর্জন করেছিলেন। তাঁর সার্কাসে বাঙালী পরিচালক, ক্রীড়ক, অশ্বারোহী, পশু-শিক্ষক, এমন কি বাঙালী মেয়েরাও ঘোড়ায় চড়া, বাঘের খেলা, ট্র্যাপিজিং খেলা দেখিয়েছে। ভারতবর্ষের প্রথম মহিলা খেলাড়ি সুশীলাসুন্দরী এবং তাঁর বোন কুমুদিনী এই সার্কাসে ছিলেন। বাঙালী মেয়ে মৃন্ময়ী এখানে হাতির পিঠে বসে বাঘের সঙ্গে খেলা দেখাতেন।
পূর্ববর্তী:
« প্রিয়নাথ কুণ্ডু
« প্রিয়নাথ কুণ্ডু
পরবর্তী:
প্রিয়নাথ মল্লিক »
প্রিয়নাথ মল্লিক »
Leave a Reply