প্রিয়কুমার চট্টোপাধ্যায় (? – ১৩৪১ ব) আনুলিয়া—নদীয়া। কেদারনাথ। বিহার ও উড়িষ্যা সরকারের অডিটর ছিলেন। ‘ভারতবর্ষ’ পত্রিকায় ‘অহোম রাজ্যের অতীত স্মৃতি’ ও আরও কয়েকটি উৎকৃষ্ট প্রবন্ধ প্রকাশ করেছিলেন। মানভূম ও পুরুলিয়া থেকে ‘প্রতিষ্ঠা’ নামে একটি উচ্চাঙ্গের মাসিক পত্রিকা প্ৰকাশ করেন। তাঁর রচিত ‘অহোমসতী’, ‘মীবার নলিনী’, ‘গিরিকাহিনী’, ‘নীলাম্বর’ প্রভৃতি গ্ৰন্থ উল্লেখযোগ্য।
পূর্ববর্তী:
« প্রিয় গুপ্ত
« প্রিয় গুপ্ত
পরবর্তী:
প্রিয়দারঞ্জন রায় »
প্রিয়দারঞ্জন রায় »
Leave a Reply