প্ৰাণনাথ দত্ত (১৮৪০ – ১৫-৯-১৮৮৮)। কলিকাতা। লোকনাথ। হাটখোলা দত্ত পরিবারে জন্ম। ওরিয়েন্টাল সেমিনারী ও হিন্দু কলেজের ছাত্র ছিলেন। বিভিন্ন পত্রিকায় লিখতেন। পরে এপ্রিল ১৮৭২ খ্রী. ‘রহস্য সন্দর্ভ’ পত্রিকার সম্পাদক হন। এ বিষয়ে রাজা কমলকৃষ্ণ বাহাদুর তাকে নানাভাবে সাহায্য করেন। পত্রিকা-সম্পাদক হিসাবে তাঁর দ্বিতীয় প্রচেষ্টা বসন্তক পত্রিকার প্রতিষ্ঠা (১৮৭৪) ও পরিচালনা। ব্যঙ্গ-বিদ্রুপ ও কার্টুন-‘প্রধান বসন্তক’ পত্রিকার স্থান সাময়িক পত্রিকার ইতিহাসে ঐতিহ্যময়। পত্রিকাটিতে তাঁর নিজের অঙ্কিত ব্যঙ্গচিত্র ও নানা রচনা প্রকাশিত হত। ‘সুচারু যন্ত্ৰ’ নামে ছাপাখানা প্রতিষ্ঠা করেন (১৮৭৫)। তাঁর অপর কীর্তি কালিদাস ও অন্যান্য ভারতীয় কবিদের রচিত সংস্কৃত কাব্যাদির ইংরেজী ভূমিকা-সংবলিত গ্ৰন্থ প্রকাশ। টমাস মুরের ‘লালা রুখ’-এর ‘পদ্মমুখী’ নামে পদ্যানুবাদ তাঁর অন্যতম উল্লেখযোগ্য রচনা। ১৮৭২ খ্রী. তিনি সংশোধিত মানচিত্রাবলী অঙ্কন করে প্রকাশ করেন। নির্বাচন প্রথার দাবিতে ১৮৭৪ – ৭৭ খ্রী. মিউনিসিপ্যাল আন্দোলনের তিনি অন্যতম নেতা ছিলেন। এই আন্দোলনের ফলে ১৮৭৬ খ্রী. বিধিবদ্ধ নূতন মিউনিসিপ্যাল আইন অনুসারে কলিকাতা কর্পোরেশনে প্ৰথম নির্বাচন প্ৰথা প্রবর্তিত হয়। তিনি প্ৰথম নির্বাচিত সদস্যদের অন্যতম। আমৃত্যু ঐ পদে অধিষ্ঠিত ছিলেন। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এবং শিশিরকুমার ঘোষ প্রতিষ্ঠিত ‘ইন্ডিয়ান লীগেরও তিনি সক্রিয় সদস্য ছিলেন। নাট্যকার ও সমাজহিতৈষী হিসাবেও পরিচিত ছিলেন। রচিত নাটক : ‘প্ৰাণেশ্বর নাটক’ (১৮৬৩) ও ‘সংযুক্তা স্বয়ম্বর’ (১৮৬৭)।
পূর্ববর্তী:
« প্ৰাণগোপাল গোস্বামী
« প্ৰাণগোপাল গোস্বামী
পরবর্তী:
প্ৰেমচন্দ্র তর্কবাগীশ »
প্ৰেমচন্দ্র তর্কবাগীশ »
Leave a Reply