প্ৰাণকৃষ্ণ আচাৰ্য (আগস্ট ১৮৬১ – জুন ১৯৩৬) পাবনা। হরেকৃষ্ণ। কলিকাতা মেডিক্যাল কলেজ থেকে গুডিভ বৃত্তি পেয়ে ডাক্তারি পাশ করে ইডেন হাসপাতালের চিকিৎসক নিযুক্ত হন। কিন্তু কিছুদিন পর ইংরেজ অধ্যক্ষের ব্যবহারে ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করেন। এরপর স্বাধীনভাবে চিকিৎসা ব্যবসায় শুরু করে খ্যাতিমান হন। শেষ-জীবনে বিভিন্ন দেশীয় রাজপরিবারের গৃহ-চিকিৎসক হয়ে প্রভূত অর্থ উপাৰ্জন করেন। ছাত্রাবস্থায় পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর সান্নিধ্য লাভ করে সংসারে প্রবেশের পর ব্ৰাহ্মধর্ম গ্ৰহণ করেন। ১৯০৫ খ্রী. বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রাজনীতিক্ষেত্রে অবতীর্ণ হন। স্বদেশী শিল্পের উন্নতির জন্য বহু অর্থ ব্যয় করেছেন। শিক্ষা-বিস্তারের কাজেও তাঁর বিশেষ অনুরাগ ছিল। হাওড়ার বাণীবন পল্লীতে বালিকাদের প্রাথমিক বিদ্যালয়ের উন্নতির জন্য বহু পরিশ্রম ও অর্থসাহায্য করেন। ‘সোসাইটি ফর দি ইমপ্রুভমেন্ট অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস’ নামক সমিতির কর্মকর্তা ছিলেন।
পূর্ববর্তী:
« প্ৰাণকিশোর গোস্বামী
« প্ৰাণকিশোর গোস্বামী
পরবর্তী:
প্ৰাণকৃষ্ণ চৌধুরী »
প্ৰাণকৃষ্ণ চৌধুরী »
Leave a Reply