প্ৰসন্ননারায়ণ চৌধুরী, রায়বাহাদুর (১৮৫৪ – জুলাই ১৯৩৩) ভারেঙ্গা-পাবনা। ১৮৭৭ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. পরীক্ষায় সংস্কৃতে সর্বোচ্চ স্থান অধিকার করে ‘রাজা রাধাকান্ত দেব স্বর্ণপদক’ পান। রাজেন্দ্রলাল মিত্রের সহকারী হয়ে প্রত্নতত্ত্ব বিষয়ে আলোচনা ও গবেষণা করেন। ১৮৭৯ খ্রী. আইন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাবনায় ওকালতি শুরু করেন। ১৮৯৫ খ্রী. থেকে ১৯২৮ খ্ৰী. পাবনার সরকারী উকীল ছিলেন। প্রত্নতত্ত্ববিদ হিসাবেও খ্যাতি ছিল। মাধাইনগরের তাম্রশাসন সম্বন্ধে তাঁর পাঠোদ্ধারই শুদ্ধ বলে বিবেচিত হয়েছিল। স্বরচিত টীকাসহ গায়ত্রীর ‘শঙ্করভাষ্য’ ও ‘সায়ণভাষ্য’ এবং আরও দুই রকম ভাষ্য প্ৰকাশ করেছিলেন। তাঁর রচিত গ্ৰন্থদ্বয় : ‘Confessions and Evidence of Accomplices’ art ‘Prosecutions in False Cases’ ‘মায়ের নামে ‘হরসুন্দরী চতুষ্পাঠী’ এবং পাবনা সহরে দর্শনশাস্ত্রের আলোচনার জন্য টোল স্থাপন করেন। পাবনা পুরাতন্ত্রের সভাপতি ছিলেন। প্ৰমোদ নামে একটি হাস্যরসাত্মক গ্ৰন্থও রচনা করেছিলেন। ভারতবর্ষ পত্রিকায় প্রবন্ধাদি লিখতেন।
পূর্ববর্তী:
« প্ৰসন্নচন্দ্ৰ বিদ্যারত্ন, মহামহোপাধ্যায়
« প্ৰসন্নচন্দ্ৰ বিদ্যারত্ন, মহামহোপাধ্যায়
পরবর্তী:
প্ৰসন্নময়ী দেবী »
প্ৰসন্নময়ী দেবী »
Leave a Reply