প্রসন্নচন্দ্র ন্যায়রত্ন (১২২৩ – ১১-১-১২৯৭ ব.) বিম্বপুষ্করিণী-নদীয়া। রামতনু বিদ্যাবাচস্পতি বন্দ্যোপাধ্যায়। নবদ্বীপের বিখ্যাত নৈয়ায়িক শ্ৰীরাম শিরোমণির নিকট ন্যায়শাস্ত্ৰ অধ্যয়ন করেন। তাঁর স্বগৃহে প্রতিষ্ঠিত চতুষ্পাঠীতে অধ্যয়নের জন্য বিভিন্ন প্রদেশ থেকে ছাত্র আসত। কলিকাতা সংস্কৃত কলেজের নৈয়ায়িক-অধ্যাপকের পদ পেয়েও তিনি তা গ্ৰহণ করেন নি। ১৮৮৭ খ্রী. প্ৰথম ‘মহামহোপাধ্যায়’ উপাধি-প্ৰাপ্ত পণ্ডিতগণের মধ্যে তিনি বায়োজ্যেষ্ঠ ছিলেন।
পূর্ববর্তী:
« প্রমোদরঞ্জন সেনগুপ্ত
« প্রমোদরঞ্জন সেনগুপ্ত
পরবর্তী:
প্রাণকুমার সেন »
প্রাণকুমার সেন »
Leave a Reply