প্ৰসন্নকুমার সেন (১৮৩৮ – ৯-১১-১৯১৫) গরিফা-হুগলী। অল্প শিক্ষা লাভ করে ইস্ট ইন্ডিয়া রেলওয়ের অডিট অফিসে কাজ নেন। সঙ্গত সভায় যোগ দিয়ে ব্ৰাহ্মসমাজভুক্ত হন। কর্মসূত্রে মুঙ্গের থাকার সময় সেখানের ভক্তি আন্দোলনে উদ্ধৃন্ধ হয়ে ১৮৭০ খ্রী. চাকরি ছেড়ে প্রচারক-ব্ৰত গ্ৰহণ করেন। ব্ৰহ্মানন্দ কেশবচন্দ্রের বিলাত ভ্ৰমণকালে তিনি তাঁর সহকারিরূপে প্ৰসন্নময়ী দেবী সঙ্গে যান। কেশবচন্দ্ৰ-প্ৰতিষ্ঠিত ‘ভারতাশ্রম’, ‘ভিক্টোরিয়া কলেজ’, ‘অ্যালবার্ট ইনস্টিটিউট ও হল’, ‘ব্রাহ্ম ট্রাস্ট সোসাইটি’, ‘মিশন অফিস’, ‘লিবারেল’ পত্রিকা প্রভৃতির পরিচালনায় সহায়তা করতেন। ১৮৮৫ খ্রী. ‘কেশব একাডেমী’ প্ৰতিষ্ঠা করেন। ‘কেশব আশ্রম’ এবং পতিতাদের জন্য ‘রিফিউজ’ নামক প্রতিষ্ঠানের স্থাপয়িতা। ‘বিবিধ ধর্মসঙ্গীত’ নামে একটি সঙ্গীত-সংগ্ৰহ প্রকাশ করেন।
পূর্ববর্তী:
« প্ৰসন্নকুমার সর্বাধিকারী
« প্ৰসন্নকুমার সর্বাধিকারী
পরবর্তী:
প্ৰসন্নচন্দ্ৰ বিদ্যারত্ন, মহামহোপাধ্যায় »
প্ৰসন্নচন্দ্ৰ বিদ্যারত্ন, মহামহোপাধ্যায় »
Leave a Reply