প্ৰসন্নকুমার ঠাকুর (২১-১২-১৮০১ – ৩০-৮-১৮৬৮) কলিকাতা। হিন্দু কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা, পরিচালক গোপীমোহন। স্বগৃহে, শেরবোর্ন স্কুলে ও ১৮১৭ খ্রী. হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হলে সেখানে কয়েক বৎসর অধ্যয়ন করেন। দেশীয় স্মৃতি ও পাশ্চাত্য ব্যবহারশাস্ত্ৰে জ্ঞান থাকায় সদর দেওয়ানী আদালতে ওকালতি পেশা গ্ৰহণ করে অল্পদিনেই সরকারী উকিল নিযুক্ত হন। পারিবারিক ব্যবসায় ও ভূসম্পত্তির তত্ত্বাবধানের জন্য ১৮৫০ খ্রী. ঐ পদ ত্যাগ করেন। ১৮৫৪ খ্রী. বড়লাটের শাসন পরিষদ গঠিত হলে তিনি ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট হন। এই সময়ের বিখ্যাত বাঙালী ধনী বলে তিনি খ্যাত ছিলেন। শিক্ষাবিস্তারে তাঁর অগ্রণী ভূমিকা ছিল। পারিবারিক সূত্রে হিন্দু কলেজ পরিচালনা (১৮৩২–১৮৫৪) ছাড়া স্কুল সোসাইটি, বেনিভোলেন্ট সোসাইটি ও হিন্দু ফ্ৰী স্কুলে অর্থ ও পরামর্শ দিয়ে সাহায্য করতেন। রক্ষণশীল হিন্দু (১৮২৩ খ্রী. গৌড়ীয় সমাজের প্রতিষ্ঠাতা-সম্পাদক) হলেও রামমোহনের সতীদাহ প্রথা-বিরোধী আন্দোলনে অংশ নেন, কিন্তু গঙ্গাসাগরে সন্তান নিক্ষেপ ও বহু বিবাহিরোধে উৎসাহ প্ৰকাশ করেন নি। সাধারণভাবে স্ত্রীশিক্ষায় উৎসাহ ছিল। দ্বারকানাথের সঙ্গে জমিদার সভা ও ব্রিটিশ ইন্ডিয়ান সভা প্ৰতিষ্ঠা করে তিনি তার সভাপতি হন (১৮৬৭)। বঙ্গীয় ব্যবস্থাপক সভা, কলিকাতা বিশ্ববিদ্যালয় ও কলিকাতা পৌর সংস্থার সভ্য ছিলেন। রিফর্মার (১৮৩১) নামে ইংরেজী সাপ্তাহিক ও ‘অনুবাদক’ নামে বাংলা পত্রিকা প্ৰকাশ তাঁর উল্লেখযোগ্য কৃতিত্ব। রিফর্মর সমকালীন শিক্ষিত মহলের মুখপত্র ছিল। ১৮৩১ খ্রী. তাঁর শুড়ার বাগানে। শিক্ষিত যুবকগণ ইংরেজী নাটক অভিনয় করেন। এদেশে দেশীয় লোকের পাশ্চাত্য রীতির অভিনয়ে এটিই প্ৰথম পদক্ষেপ। বাঙালীর নিজস্ব প্রথম নাট্যশালা ‘হিন্দু থিয়েটার’-এরও প্রতিষ্ঠাতা ছিলেন (১৮৩১)। এদেশে খ্ৰীষ্টান মিশনারীদের প্রভাবরোধে সারাজীবন চেষ্টা করলেও একমাত্র পুত্র জ্ঞানেন্দ্রমোহন (প্রথম ভারতীয় ব্যারিস্টার) রেভারেন্ড কৃষ্ণমোহনের কন্যাকে বিবাহ করে পিতা কর্তৃক ত্যাজ্যপুত্র হন। তাঁর বহু দানের মধ্যে বিশ্ববিদ্যালয়কে তিন লক্ষ টাকা দান বিশেষ উল্লেখযোগ্য। ঐ টাকার সুদে প্ৰখ্যাত ‘টেগোর ল’ অধ্যাপক-পদের প্রবর্তন হয়। জমিদারদের মুখপাত্ররূপে সিপাহী বিদ্রোহের নৈতিক বিরোধিতা করেন এবং সরকার কর্তৃক সিএস-আই’ উপাধিতে ভূষিত হন (১৮৬৬)। তাঁর বিখ্যাত রচনা : ‘An Appeal to Countrymen’, ‘Table of Succession according to the Hindu Law of Bengal’।
পূর্ববর্তী:
« প্ৰসন্নকুমার চট্টোপাধ্যায়
« প্ৰসন্নকুমার চট্টোপাধ্যায়
পরবর্তী:
প্ৰসন্নকুমার বণিক »
প্ৰসন্নকুমার বণিক »
Leave a Reply