প্রমোদরঞ্জন ভড় (১৯০৮ – ২৫-১১-১৯৭২) চন্দননগর-হুগলী। ড়ুপ্লে কলেজ (বর্তমান কানাইলাল বিদ্যামন্দির) থেকে কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিক পাশ করে হুগলী মহসীন কলেজে ভর্তি হন। দর্শনশাস্ত্ৰে অনার্স নিয়ে বি-এ, এবং এম.এ. পাশ করেন। কিছুদিন সরকারী চাকরি করার পর চন্দননগর কলেজে যোগ দিয়ে ৩০ বছর অধ্যাপনা করেন। এরপর খলিসানী মহাবিদ্যালয়ের সঙ্গে বিশেষভাবে সংশ্লিষ্ট থাকেন। ত্রিশ ও চল্লিশ দশকে তিনি শহরের রাজনৈতিক কার্যকলাপে যুক্ত ছিলেন এবং তদানীন্তন মিউনিসিপ্যাল কাউন্সিলের সদস্য হন। স্বাধীনতালাভের প্রাক্কালে দেবেন্দ্রনাথ দাসের নেতৃত্বে মুক্তনগরী চন্দননগরের শাসকমণ্ডলী গঠনে তিনি বিশেষ অংশ নিয়েছিলেন। ১৯৪৯ খ্রী. চন্দননগরের ভবিষ্যৎ গণভোটের মাধ্যমে নির্ধারিত হওয়ার সময় ভারতভুক্তির জন্য যে সর্বদলীয় কমিটি গঠিত হয়। তিনি তাঁর সম্পাদক ছিলেন। এই কমিটির উদ্যোগে ভারতভুক্তির পক্ষে বিপুল ভোট পড়ে।
পূর্ববর্তী:
« প্রমোদকুমার চট্টোপাধ্যায়
« প্রমোদকুমার চট্টোপাধ্যায়
পরবর্তী:
প্রমোদরঞ্জন সেনগুপ্ত »
প্রমোদরঞ্জন সেনগুপ্ত »
Leave a Reply