প্ৰমোদরঞ্জন চৌধুরী (১৯০৪ – ২৮-৯-১৯২৬) কেলিসহর-চট্টগ্রাম। ঈশানচন্দ্ৰ। ছাত্রাবস্থায় ১৯২০ খ্রী. চট্টগ্রামের অনুশীলন সমিতিতে যোগ দেন। ১৯২১ খ্রী. অসহযোগ আন্দোলনেও যোগ দিয়েছিলেন। পরে দক্ষিণেশ্বর বোমার মামলায় তাঁর পাঁচ বছর কারাদণ্ড হয়। পুলিসের ডেপুটি সুপার ভূপেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বিপ্লবীদের মনোবল ভাঙার জন্য জেলের মধ্যে যাতায়াত করতেন। কয়েকজন বিপ্লবী নেতা এই কুচক্রীকে হত্যা করতে সিদ্ধান্ত নেন। ২৮-৫-১৯২৬ খ্রী. জেলের ভিতর ভূপেন নিহত হন। নেতাদের নির্দেশে ঘটনাস্থলে ৫ জন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কে প্রকৃত হত্যাকারী বার করতে না পেরে পুলিস খুশীমত দু’জনকে হত্যার অপরাধে এবং বাকী তিনজনকে ঐ কার্যে সাহায্যকারী হিসাবে অভিযুক্ত করে। বিচারে প্রমোদরঞ্জন ও অনন্তহরি মিত্রের ফাঁসি ও বাকী তিনজনের দ্বীপান্তর হয়।
পূর্ববর্তী:
« প্ৰমোদকুমার চট্টোপাধ্যায়
« প্ৰমোদকুমার চট্টোপাধ্যায়
পরবর্তী:
প্ৰশান্তকুমার সেন »
প্ৰশান্তকুমার সেন »
Leave a Reply