প্রমোদ দাশগুপ্ত (১৩-৭-১৯১০ – ২৯-১১-১৯৮২) কুয়োরপুর-ফরিদপুর। মতিলাল। কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিটবুরোর সদস্য, দলের পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক ও পশ্চিমবঙ্গ বামফ্রন্ট কমিটির চেয়ারম্যান। ১৯২৪ খ্রী. সন্ত্রাসবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে অনুশীলন দলে যোগ দেন। প্রথম জীবনে ইঞ্জিনিয়ারিং পড়ায় প্রবৃত্ত হন। কলিকাতা কর্পোরেশন ওয়ার্কশপে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং-এ অ্যাপ্রেন্টিশ ছিলেন। কারাবাসকালে মার্কসবাদের শিক্ষাগ্ৰহণ করেন। ১৯৩৮ খ্রী. কমিউনিস্ট পার্টির সদস্য ও ১৯৪৫ খ্রী দলীয় মুখপত্র ‘স্বাধীনতার কর্মধ্যক্ষ হন। ১৯৪৭ খ্ৰী. প্ৰাদেশিক কমিটির সদস্য, ১৯৬০ খ্রী. অবিভক্ত কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদক, পরের বছর কেন্দ্রীয় কমিটির সদস্য হন। ১৯৬৪ খ্রী. পার্টি বিভক্ত হলে সিপিএম দলে যোগ দেন। ভারত-চীন সম্পর্ক উন্নয়নের জোরালো প্ৰবক্তা। ১৯৬১ থেকে ৭৭ খ্রী পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ায় তাঁর সংগঠন-ক্ষমতার পরিচয় পাওয়া যায়। চিকিৎসার জন্য চীনদেশে গিয়ে সেখানে মৃত্যু।
পূর্ববর্তী:
« প্রমদাদাস মিত্র, রায়বাহাদুর
« প্রমদাদাস মিত্র, রায়বাহাদুর
পরবর্তী:
প্রমোদকুমার চট্টোপাধ্যায় »
প্রমোদকুমার চট্টোপাধ্যায় »
Leave a Reply