প্ৰমোদকুমার ঘোষাল (২৫-৯-১৯০৫ – ১৪-১০-১৯৬১) কলিকাতা। প্ৰসন্নকুমার। ১৯২২ খ্রী. হিন্দু স্কুল থেকে বৃত্তিসমেত ম্যাট্রিক, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্ৰথম স্থান অধিকার করে আইএস-সি, এবং ১৯২৬ খ্রী. প্রেসিডেন্সী কলেজ থেকে প্ৰথম শ্রেণীর অনার্সসহ বি.এস-সি পাশ করেন। এম-এ পড়বার সময় প্রেসিডেন্সী কলেজ ছাত্র সমিতির সম্পাদক হন। ১৯২৮ খ্রী. বাঙলাদেশে অনুষ্ঠিত ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। এই আন্দোলনের অপর বিশিষ্ট ছাত্রনেতা ছিলেন শচীন্দ্রনাথ মিত্র, রেবতীমোহন বৰ্মন, অক্ষয়কুমার সরকার, অমরেন্দ্রনাথ রায়, বীরেন্দ্রনাথ দাশগুপ্ত প্রমুখ। এই বছরই জওহরলালের সভাপতিত্বে কলিকাতায় যে ছাত্ৰ সম্মেলনী অনুষ্ঠিত হয়, তিনি তাঁর অভ্যর্থনা সমিতির সভাপতি এবং সম্মিলনীতে গঠিত নিখিলবঙ্গ ছাত্র সমিতির (এ.বি.এস.এ) প্ৰথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এই এ.বি.এস-এ ১৯৩০ খ্রী. এবং ১৯৩২–৩৩ খ্রী. ব্যাপক আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেছিল। গঠনমূলক কাৰ্যও এই সমিতি করত। তিনি সমিতির মুখপত্র ‘India Tomorrow’ পত্রিকার সম্পাদনা করতেন। ১৯৩০ খ্রী. ‘বঙ্গীয় আইন অমান্য পরিষদে’র কার্যকরী সমিতির সভ্য থাকার জন্য এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করেন। উত্তরকালে নানাবিধ রাজনৈতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। ‘নাগরিক কল্যাণ সমিতি’র প্রতিষ্ঠাতা। সাইমন কমিশন বর্জনকালে ছাত্র আন্দোলনের সূত্রে নেতাজীর সংস্পর্শ লাভ করেন।
পূর্ববর্তী:
« প্ৰমীলা নাগ
« প্ৰমীলা নাগ
পরবর্তী:
প্ৰমোদকুমার চট্টোপাধ্যায় »
প্ৰমোদকুমার চট্টোপাধ্যায় »
Leave a Reply